Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশাসন শাখা

ক) বিভিন্ন প্রকার মঞ্জ‍ুরীপত্র ও বিল প্রস্তুত করণ। 

খ) অডিট আপত্তি থাকলে তার জবাব প্রস্তুত ও নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ;

গ) কর্মকর্তা/কর্মচারীদের বেতনভাতা, ভ্রমণ বিল, বিভিন্ন কর্তণ নির্দিষ্ট হিসাব শাখায় জমা;

ঘ) কর্মকর্তা/কর্মচারীদের এসিআর প্রেরণ;

ঙ) গ্যাস, বিদ্যুৎ, পানি, জ্বালানী বিল ও সরকারি চালান পরিশোধ;

চ) কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, বিএফ এর টাকা কর্তণ পূর্বক নির্দিষ্ট হিসাবে জমা প্রদান ও ঝুকি প্রণোদনা ভাতা বিধি মোতাবেক বন্টন নিশ্চিত করা;

ছ) হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত প্রধান কার্যালয় চাহিত তথ্যাদি যথাসময়ে প্রেরণ নিশ্চিত করা;

জ) আয় ব্যয়ের দৈনিক/মাসিক/বাৎসরিক হিসাব হালনাগাদকরণ ও সংরক্ষণ;

ঝ) দৈনন্দিন প্রাপ্ত আয় ব্যাংকে জমা প্রদান;

ঞ) ব্যাংক হিসাব পরিচালনা;

ট) আয়কর কর্তণপূর্বক চালান জমা।

ঠ) ই-মেইল প্রেরণ।

ড) সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক বিভিন্ন রিপোর্ট তৈরী ও প্রেরণ।

ঢ) বিভিন্ন চিঠি পত্র প্রস্তুত করণ ও প্রয়োজন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

ণ) বিভিন্ন অফিসিয়াল কার্জ সম্পাদন (যেমন: বিভিন্ন দিবসে ব্যানার তৈরী, পোষ্টার, লিফলেট ইত্যাদি অন্যান্য কার্য সম্পাদন)