ভ্রাম্যমাণ আদালত (পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন ও পরিমাপ সংক্রান্ত)
স্থান : নালিতাবাড়ী , শেরপুর।
১৮/১১/২০২৪ খ্রি. তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ, নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে ০১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে-
১। মেসার্স অপু ট্রেডার্স, গড়কান্দা, নালিতাবাড়ী , শেরপুর নামীয় প্রতিষ্ঠানকে নন স্ট্যান্ডার্ড পরিমাপন (লিটারে দাগাঙ্কিত কাঁচের জার) ব্যবহার, প্রতি ৫ লিটারে ৩০ মিলি পেট্রোল কম প্রদান এবং ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্প বিহীন লিটার মেজার্স ব্যবহার করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮' অনুসারে ১০,০০০/- জরিমানা করা হয়।
২। আল-আমিন বেকারী এন্ড কনফেকশনারি, কালিনগর বাইপাস, নালিতাবাড়ী, শেরপুর নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স বিহীন বেকারী পণ্য (ব্রেড, বিস্কুট, কেক) প্রস্তুত, বিক্রয় করায় 'বিএসটিআই আইন -২০১৮' অনুসারে ২৫,০০০/- জরিমানা করা হয়
অভিযানটি নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত অভিযানে অত্রাফিসের কর্মকর্তা জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব প্রকৌ. আবিদ হাসনাত, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস