****বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ****
ভ্রাম্যমাণ আদালত (পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন ও পরিমাপ সংক্রান্ত)
মামলা-০১টি
জরিমানা- ১,০০,০০০/-
অদ্য ০৪/০৩/২০২৫ তারিখে ময়মনসিংহ জেলার . গৌরীপুর উপজেলায় উপজেলা প্রশাসন, বিএসটিআই, এনএসআই, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে-
১। নামবিহীন প্রতিষ্ঠান (দুলাল উদ্দিন আহমেদ) - বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অস্বাস্থ্যকর পরিবেশে মান চিহ্ন ব্যবহারপূর্বক ফ্রুট ড্রিংকস পণ্য উৎপাদন-বিক্রয়-বিতরণ করায় "বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর ২৭ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা ও তিন (০৩) মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক কারখানাটি সীলগালা করা হয়।
উক্ত অভিযানটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান এর উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুনন্দা সরকার প্রমা কর্তৃক পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্রাফিসের কর্মকর্তা সর্বজনাব প্রকৌ. শাওন কুমার ধর আবীর, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌ. আবিদ হাসনাত, পরিদর্শক (মেট্রোলজি)।জনস্বার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস