**বিএসটিআই, ময়মনসিংহ**
***সার্ভিল্যান্স অভিযান**
স্থানঃ জে. সি গুহ রোড, ময়মনসিংহ।
হেলমেট সপ্তাহ উপলক্ষ্যে অদ্য ২৭.০১.২০২৫ খ্রি. তারিখে ময়মনসিংহ জেলার জে. সি গুহ রোড এলাকায় একাট সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ মটরস, জিহাদ মটরস, টপ গিয়ারসহ অন্যান্য হেলমেট বিক্রয়কারী প্রতিষ্ঠানে সংরক্ষিত হেলমেটে গুণগতমান চিহ্নের লগো ব্যবহার করে পণ্য বিক্রয় হচ্ছে কিনা তা যাচাই করা হয়। একইসাথে আমদানিকৃত হেলমেট পণ্যের ছাড়পত্র গ্রহণ করা হয়েছে কিনা তা যাচাই করা হয়। অভিযানকালে উপস্থিত হেলমেট ব্যবহারকারীগণকে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহনের মাধ্যমে বৈধভাবে দেশে আমদানিকৃত হেলমেট ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়। উক্ত অভিযানে উপস্তিত ছিলেন জনাব মোঃ শাহ আলম, উপপরিচালক (রসায়ন) ও অফিস প্রধান, জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), জনাব ফয়সাল মাহমুদ, সহকারী পরিচালক (পদার্থ ) ও জনাব মোঃ ওবায়দুল, ল্যাব সহকারী। জনস্বার্থে বিএসটিআই’র এধরনের কার্য.ক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস