*****বিএসটিআই, ময়মনসিংহ***** মোবাইল কোর্ট (ওজন ও পরিমাপ সংক্রান্ত) স্থান :মদন , নেত্রকোনা। জরিমানা : ৫০,০০০/- টাকা। অদ্য ০১.০৪.২০২৪ খ্রি. তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ-এর উদ্যোগে নেত্রকোনা জেলার মদন উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী-- ১। মেসার্স সাম্য ফিলিং স্টেশন, মদন, নেত্রকোনা এর একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ পরিমাপ কম থাকায় এবং উক্ত পাম্পের ডিসপেন্সিং ইউনিটগুলোতে বিএসটিআই এর সীল না থাকায় ৩০,০০০/- জরিমানা করা হয়। ২। মায়া স্টোর, মদন, নেত্রকোনা এর ডিজেল পরিমাপ সঠিক না থাকায় এবং লিটার মেজার্স গুলোর ভেরিফিকেশন সনদ না থাকায় ২০,০০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি জনাব মোঃ এ, টি, এম আরিফ, সহকারী কমিশনার(ভূমি) , মদন , নেত্রকোনা -এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্রাফিসের কর্মকর্তা জনাব মোঃ আমির হামজা, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব শাওন কুমার ধর আবীর, ফিল্ড অফিসার (সিএম) জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ -এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস