Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৪.০৫.২০২৪ তারিখে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়
বিস্তারিত

**বিএসটিআই, ময়মনসিংহ** ভ্রাম্যমাণ আদালত (গুণগত মান ও ওজন ও পরিমাপ ) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা। (১৪ মে , ২০২৪ খ্রি:) মোট জরিমানা = ২০,০০০/- ১৪.০৫.২০২৪ তারিখে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে ১। মেসার্স মোজাদ্দেদীয়া ফিলিং স্টেশন, বাগান, ত্রিশাল, ময়মনসিংহ ও ২। মেসার্স ত্রিশাল ফিলিং স্টেশন, নওধার, ত্রিশাল, ময়মনসিংহ উপরোক্ত প্রতিষ্ঠান ২তে সরবরাহকৃত তেলের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায় কিন্তু ব্যবহৃত ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ হালনাগাদ না থাকায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুযায়ী ১০,০০০/- করে মোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩। মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশন, ময়মনসিংহ -এ তেলের পরিমাপ ও সংশ্লিষ্ট কাগজপত্র হালনাগাদ পাওয়ায় ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্টটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা প্রশাসনের বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জুয়েল মাহমুদ-এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের কর্মকর্তা জনাব খেলা রানী কর, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব শাওন কুমার ধর আবীর , ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/05/2024
আর্কাইভ তারিখ
18/05/2025