**মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ)** বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ জরিমানাকৃত প্রতিষ্ঠানঃ ৩টি মোট জরিমানা- ৫৫,৫০০/- অদ্য ২০.০৩.২০২৪ তারিখে শেরপুর জেলার সদর উপজেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইলকোর্টসমূহের কার্যক্রম নিম্নরুপঃ ১। প্রথম মোবাইল কোর্টটিতে সূর্য দত্ত এন্ড সন্স, গৌরীপুর, সদর, শেরপুর নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ব্যতিরেকে লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮' এর ৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/- অর্থ দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি শেরপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আল-আমীন এর নেতৃত্বে পরিচালিত হয়। ২। দ্বিতীয় মোবাইল কোর্টে সদর উপজেলার চাপাতলী নামক জায়গায় নামহীন প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ব্যতিরেকে লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায়'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮' এর ৩১ ধারা অনুযায়ী ৩০,০০০/- অর্থ দন্ড প্রদান করা হয়। সেই সাথে নষ্ট খামী ও পোড়া তেল ধবংস করা হয়। মোবাইল কোর্টটি শেরপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সালাউদ্দিন বিশ্বাস এর নেতৃত্বে পরিচালিত হয়। ৩। তৃতীয় মোবাইল কোর্টে 'হাজী আক্তার অটো চিড়া ও মুড়ির কল, বিসিক, শেরপুর ' নামীয় প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স হালসন পাওয়া যায় বলে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরবর্তীতে 'নাহিদ অটো চিড়া ও মুড়ির কল, বটতলা, শেরপুর' নামীয় প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স ব্যতিরেকে মুড়ি পণ্য উৎপাদন করতে দেখা যায়। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেন এবং সতর্কতামূলকভাবে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ৫০০/- অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি শেরপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অনিন্দিতা রানী ভৌমিক এর নেতৃত্বে পরিচালিত হয়। উপরোক্ত তিনটি মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে অত্রাফিসের কর্মকর্তা প্রকৌ. অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, ময়মনসিংহ এর এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস