স্থানঃ সদর ময়মনসিংহ। ।
মামলার সংখ্যা - ০১ টি
মোট জরিমানা - ৪,০০০/- (চার হাজার টাকা)
( ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত )
০৯.১২.২০২৪ খ্রিঃ তারিখে ময়মনসিংহ জেলার সদর উপজেলায় ০১ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ :
০১. মেসার্স বেঙ্গল আয়রন এজেন্সি, স্বদেশী বাজার, সদর ময়মনসিংহ প্রতিষ্ঠানটিতে অবৈধ বীম স্কেল (কাঠের দাঁড়িপাল্লা) পাওয়া যাওয়ায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী ৪০০০/- টাকা জরিমানা করা হয় এবং অবৈধ বীম স্কেলগুলো জব্দ করা হয়।
জেলা প্রশাসন ময়মনসিংহ এর সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ উজ্জ্বল হোসেন- এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস ময়মনসিংহ -এর কর্মকর্তা জনাব রাইসুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব শাওন কুমার ধর আবীর, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই ময়মনসিংহ অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস