Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
( ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ) ১২-১১-২০২৪ খ্রিঃ তারিখে ময়মনসিংহ জেলার সদর ময়মনসিংহ উপজেলায় ০১ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিস্তারিত

স্থানঃ সদর ময়মনসিংহ। ।  

মামলার সংখ্যা - ০১ টি

মোট জরিমানা - ৩,০০০/- ( তিন হাজার টাকা)

( ওজন ও পরিমাপ  যাচাই এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত )


   ১২-১১-২০২৪  খ্রিঃ  তারিখে  ময়মনসিংহ জেলার  সদর ময়মনসিংহ উপজেলায়  ০১  টি মোবাইল কোর্ট  পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ :


০১. লাজিজ মিষ্টান্ন ভাণ্ডার, নতুন বাজার, সদর ময়মনসিংহ প্রতিষ্ঠানটির বিক্রয় ও বাজারজাতকৃত ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) এবং ঘি পণ্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী ৩০০০/- টাকা জরিমানা করা হয়। 


জেলা প্রশাসন ময়মনসিংহ এর   নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম.  রাফসান রাব্বি এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে  বিএসটিআই বিভাগীয় অফিস ময়মনসিংহ - এর   কর্মকর্তা জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও  জনাব রাইসুল ইসলাম, পরিদর্শক  (মেট্রোলজি)  প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। 


জনস্বার্থে বিএসটিআই ময়মনসিংহ অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/12/2024
আর্কাইভ তারিখ
28/03/2025