Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ‍্য ০৪.০৫.২০২১ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ ও বিএসটিআই বিভাগীয় অফিস, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে একটি ভ্রাম‍্যমান আদালত পরিচালিত হয়।
বিস্তারিত

অদ‍্য ০৪.০৫.২০২১ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ  ও বিএসটিআই বিভাগীয় অফিস, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে নির্বাহি ম‍্যাজিস্ট্রেট জনাব তাসফিক সিবগাত উল্লাহ এর নেতৃত্বে ও মোঃ শহিদুল ইসলাম ফিল্ড অফিসার (সিএম)ও জয়দেব রাজবংশী পরিদশর্ক(মেট) এর পরিচালনায় ময়মনসিংহ মহানগরীর চড়পাড়া, নতুন বাজার এলাকায় একটি ভ্রাম‍্যমান আদালত পরিচালিত  হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে লাজিজ মিষ্টান্ন, গোপাল মিষ্টান্ন  ভান্ডার ও পপস ফাষ্টফুড তিনটি প্রতিষ্ঠানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকা ও পণ্য মোড়কজাত আইন লঙ্ঘন করায় যথাক্রমে ৩০০০/, ২০০০/-ও ৩০০০/- জরিমানা করা হয় । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
ছবি