অদ্য ০৩.০৫.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, ময়মনসিংহ কতৃর্ক একটি সাভির্ল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জেকে এন্টারপ্রাইজ মুক্তাগাছা, ময়মনসিংহ এবং সারাহ নাহিন ফুড প্রোডাক্টস, জাঙ্গালার মোড়, মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিষ্ঠান দুটিকে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের আবেদন দাখিলের পরামর্শ দেয়া হয়। এছাড়া মুক্তাগাছা উপজেলার বিভিন্ন বাজারে প্রতিষ্ঠানসমূহকে অবৈধ ও নিম্ন মানের পণ্য বিক্রয় ও বিতরণ হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়। অন্যথায় প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এ অভিযানে অংশগ্রহণ করেন প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জয়দেব রাজবংশী, পরিদশর্ক (মেট)। এ অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস