অদ্য ০৮/০৯/২০২১খ্রি: তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, ময়মনসিংহ কর্তৃক একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেসার্স কৃষ্ণদাস ফিলিং স্টেশন, গজিনপুর মোড়, সদর, নেত্রকোণা এ ০৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে পরিমাপ সঠিক পাওয়া যায়। এবং মেসার্স রঙ্গন ট্রেডার্স, গজিনপুর মোড়, সদর, নেত্রকোণা ও মেসার্স আমেনা এন্টার প্রাইজ, গজিনপুর মোড়, সদর, নেত্রকোণা নামীয় প্রতিষ্ঠান দুটিতে ওজন যন্ত্র যাচাই করে পরিমাপ সঠিক পাওয়া যায়। এ অভিযানে অংশগ্রহণ করেন জনাব সঞ্জয় কুমার সরকার, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও জনাব জয়দেব রাজবংশী, পরিদর্শক (মেট্রোলজি)। এ অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস