Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
15/4/24 Mobile court
Details

**বিএসটিআই, ময়মনসিংহ** মোবাইল কোর্ট (পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত) মোট জরিমানা = ১৫,০০০/- ১৫.০৫.২০২৪ তারিখে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়‌ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ-এর উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে-- ১। মা এন্টারপ্রাইজ আরামনগর, সরিষাবাড়ী, জামালপুর-এ নন-স্ট্যান্ডার্ড পরিমাপন ব্যবহার করায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুযায়ী ৫,০০০/- টাকা এবং ২। বর্দ্ধন মিষ্টান্ন ভান্ডার, আরাম নগর, সরিষাবাড়ী, জামালপুর-এ দই পণ্যের লাইসেন্স না থাকায় " বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮" অনুযায়ী ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টটি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তার-এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ-এর কর্মকর্তা জনাব খেলা রানী কর, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব অর্ণব চক্রবর্তী , ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Images
Attachments
Publish Date
19/05/2024
Archieve Date
18/05/2025