* *বিএসটিআই ময়মনসিংহ*** সার্ভিল্যান্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত) অদ্য ২১.০৪.২০২৪ খ্রি. তারিখ ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকায় ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং আইন, ২০১৮’ ও ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর আওতায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপ : ১। মেসার্স স্পেশাল এগ্রো ফুড প্রোডাক্টস, ৩০, একরামুল হক টিটু রোড, বাদেলকল্পা, ময়মনসিংহ-এর সরিষার তেল পণ্যের সিএম লাইসেন্সের মেয়াদ আগামী জুন-২০২৪ মাস পর্যন্ত থাকায় নবায়নের জন্য আবেদন করার পরামর্শ প্রদান করা হয়। একই সাথে উক্ত পণ্যসহ অন্যান্য মোড়কজাতকৃত পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ জরূরী ভিত্তিতে গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। ২। মেসার্স এস এম সার্ভিস সেন্টার (পেট্রোল পাম্প), মধ্য বাড়েরা, ময়মনসিংহ-এর ০২ (দুই)টি ডিসপেন্সিং ইউনিটের তেল সরবরাহ যাচাই করে সঠিক পাওয়া যায়। আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন ও ডিস. ইউনিটের ভেরিফিকেশন সনদ হালনাগাদ পাওয়া যায়। প্রতিষ্ঠানের তেল পরিবহণের কাজে ব্যবহৃত ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। ৩। এসিআই লজিষ্টিকস লিমিটেড (স্বপ্ন), জিলা স্কুল শাখা, ময়মনসিংহ ও ৪। মিনা বাজার, নতুন বাজার, ময়মনসিংহ কর্তৃক বাজারজাতকৃত পণ্যের সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠান দুইটিতে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়। একই সাথে ৩টি আয়োডিনযুক্ত লবণ ও ৩টি ফর্টিফাইড সয়াবিন তেল পণ্যের নমুনা বাজার সার্ভিল্যান্সের মাধ্যমে ক্রয় করা হয়েছে। উক্ত অভিযানটি বিএসটিআই ময়মনসিংহ কার্যালয়ের কর্মকর্তা সর্বজনাব- মো. ছানোয়ার হোসেন সহকারী পরিচালক (মেট্রোলজি) ও জনাব অর্ণব চক্রবর্তী, ফিল্ড অফিসার (সিএম)-এর অংশগ্রহণে পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই ময়মনসিংহ কার্যালয়ের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS