Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
26/06/24 mobile court jamalpur
Details

* বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ*

ভ্রাম্যমাণ আদালত (পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন ও পরিমাপ সংক্রান্ত)

স্থান : সদর, জামালপুর।

অদ্য ২৬/০৬/২০২৪ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ, জামালপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ০১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে-

১। ঝন্টু সবজি ভান্ডার, সকাল বাজার, সদর, জামালপুর এর ব্যবহৃত নন স্ট্যান্ডার্ড ওজন যন্ত্র জব্দ করা হয় এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী ১,০০০/- জরিমানা করা হয়। 

২। সদর উপজেলার সকাল বাজারে বিভিন্ন মুরগীর দোকান ও সবজির দোকানে ওজনযন্ত্র যাচাই করা হয়। ওজনযন্ত্র সঠিক থাকায় ও ভেরিফিকেশন সনদ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। যেসকল প্রতিষ্ঠান এখনও ভেরিফিকেশন সনদ গ্রহণ করে নি তাদেরকে দ্রুত সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

৩। সেঞ্চুরী বেকারী ও কনফেকশনারী, ঢাকাই পট্টি সদর, জামালপুর এর কারখানায় নন ফুড গ্রেড কালার ও পচা ডিম সহ মেয়াদোত্তীর্ণ ডালডা জব্দ করে জনসম্মুখে ধবংস করা হয়। কারখানার স্বাস্থ্যগত পরিবেশ নিম্নমানের হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা বন্ধ রাখার নির্দেশ দেন এবং পরিবেশ উন্নত না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।  

অভিযানটি জামালপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাজাহারুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত অভিযানে অত্রাফিসের কর্মকর্তা প্রকৌ. অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব শিখন সাহা, পরিদর্শক (মেট) প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

Images
Attachments
Publish Date
07/07/2024
Archieve Date
07/07/2025