১। দেশের সকল স্তরে ওজন ও পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন করা ।
২। ওজন ও পরিমাপের মান সমূহকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে রক্ষণাবেক্ষণ করা।
৩। শিল্প কারখানা ও বাণিজ্যিক ক্ষেত্রে ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন ও ক্যালিব্রেশন করা।
৪। দেশে সকল মোড়কজাত পণ্যের ক্ষেত্রে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা বাস্তবায়ন করা।
৫। আমদানিকৃত ও রপ্তানিকৃত মেট্রিক ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের নিবন্ধন সনদ প্রদান করা।
৬। এলপিজি বটলিং, এলপিজি ফিলিং স্টেশন ও প্লান্ট সংক্রান্ত কার্যক্রম পরিচালনার নিবন্ধন সনদ প্রদান করা।
৭। মেট্রিক ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের উৎপাদনকারী, মেরামতকারী ও সরবরাহকারী সনদ প্রদান করা।
৮। ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের সঠিকতা বজায় ও ভোক্তা স্বার্থ নিশ্চিতকরণে নিয়মিত ভ্রাম্যমান আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা।
বিএসটিআইতে ওজন, দৈর্ঘ্য, আয়তন, তাপমাত্রা, সময় এবং চাপ এর ক্ষেত্রে রেফারেন্স স্ট্যান্ডার্ড সংরক্ষিত আছে। ঔষধ শিল্প কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে যে সমস্ত ওজন ও যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সেগুলো বিএসটিআই’র আঞ্চলিক ক্যালিব্রেশন ল্যাবরেটরিতে ক্যালিব্রেশন করা হয়। ক্যালিব্রেশন কাজে ব্যবহৃত ওয়ার্কিং স্ট্যান্ডার্ড সমূহ রেফারেন্স স্ট্যান্ডার্ড এর মাধ্যমে ন্যাশনাল মেট্রোলজী ল্যাবরেটরিতে ক্যালিব্রে্শন করা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS